এই পোস্ট গুলো ভালো লাগার কারনে সংগ্রহ করা, এর সাথে অর্থের কোন সুত্র নেই

আফিয়া নুসরাত বর্ষা

বর্ষা নামটি শুনলে প্রথমেই সবার মাথায় আসে অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার কথা। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা বর্ষা এখন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১০ সালের ইফতেখার চৌধুরীর ‘খোঁজ: দ্যা সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে এই অঙ্গনে তার অভিষেক ঘটে। এরপর বেশকিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন।


জন্ম ও পরিবার:
১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন বর্ষা। পাঁচ ভাই-বোনের সংসারে বর্ষা সকলের বড়।



প্রেম-ভালোবাসা ও বিয়ে:
বর্ষা ও অনন্ত জলিলের পরিচয় হয় ২০০৮ সালে। দীর্ঘ তিন বছর প্রেম-ভালোবাসার পর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন।

আরিজ এর আগমন:
২৩ নভেম্বর ২০১৪ ব্যাংককের বামরুন গ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন বর্ষা। অনন্ত-বর্ষা দম্পতির প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় আরিজ। আরবী এই নামটির অর্থ বুদ্ধিমান ও সম্মানিত।




ব্যক্তিগত কিছু তথ্য:
তার ব্যক্তিগত পছন্দ হল অভিনয়, নাচ, বন্ধুত্ব, রন্ধন, ভ্রমণ, ফটোগ্রাফি, ফ্যাশন ডিজাইনিং এবং আরও অনেক কিছু। বর্ষা বর্তমানে গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক।

মেরিল প্রথম আলো পুরষ্কার:
  • ২০১১ - মনোনয়ন: সেরা অভিনেত্রী হৃদয় ভাঙা ঢেউ
  • ২০১২ - মনোনয়ন: সেরা অভিনেত্রী মোস্ট ওয়েলকাম

বাচসাশ পুরষ্কার:
  • ২০১২ - জয়ী: বছরের শ্রেষ্ঠ গ্লামার নায়িকা হৃদয় ভাঙা ঢেউ



সেরা মডেল:
  • ২০১০ - জয়ী: কেয়া নারকেল তেল
  • ২০১১ - জয়ী: মেরিল স্প্লাশ বিউটি সোপ



চলচ্চিত্রের তালিকা:
  • ২০১০ খোঁজ দা সার্চ
  • ২০১১ হৃদয় ভাঙা ঢেউ
  • ২০১২ মোস্ট ওয়েলকাম
  • ২০১৩ নিঃস্বার্থ ভালোবাসা
  • ২০১৩ মোস্ট ওয়েলকাম-২


টেলিভিশন বিজ্ঞাপন:
  • কেয়া নারিকেল তেল
  • মেরিল স্প্লাশ বিউটি সোপ
  • গ্রামীণফোন
  • চাকা ওয়াশিং পাউডার
  • আইএম


সংগ্রহ- ODG





Share on Google Plus

About muktocinta

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

পাইকারি জামা কাপর কিনতে পারেন

100% Export Quality